Header Ads

  • সর্বশেষ খবর

    দীর্ঘদিন পাবলিক লাইব্রেরী বন্ধ থাকায় বই পড়া থেকে বঞ্চিত হচ্ছে বইপ্রেমীরা||rajshahirdorpon24

     

    দীর্ঘদিন পাবলিক লাইব্রেরী বন্ধ থাকায় বই পড়া থেকে বঞ্চিত হচ্ছে বইপ্রেমীরা

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    ঢাকার ধামরাই উপজেলা চত্বরে পাবলিক লাইব্রেরীটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বই পড়া থেকে বঞ্চিত হচ্ছে বইপ্রেমীরা। প্রায় ১০ বছর ধরে বন্ধ হয়ে আছে এই লাইব্রেরীটি। উপজেলা প্রশাসন থেকে লাইব্রেরীটি চালুর বিষয়ে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। এতে উপজেলার নতুন প্রজন্ম বই পড়ার অনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।


    স্থানীয় লেকক-কবি, সাংস্কৃতিক কর্মী ও জ্ঞানপিপাসু পাঠকরা পাচ্ছে না নতুন ও উন্নত বইয়ের সান্নিধ্য। এতে মুক্তবুদ্ধি চর্চা ব্যাহত হচ্ছে। লাইব্রেরীটি বন্ধ থাকায় অবসর সময়ের বই পড়া থেকে বঞ্চিত হয়ে বর্তমান প্রজন্মের অনেক ছেলে-মেয়েই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে যাচ্ছে। আবার কেউ কেউ মাদকাসক্তও হয়ে পড়ছে। তাই দ্রুত লাইব্রেরীটি খুলে দেয়ার দাবি স্থানীয়দের। লাইব্রেরীটি খুলে দেওয়া হয় তবে অবসর সময়ে সকল শ্রেণীর বইপ্রেমীরা এখানে সময় দিতে পারে। এতে অল্প বয়সের ছেলে-মেয়েরা বই পড়ে অবসর সময় কাটাতে পারে।


    ধামরাই উপজেলা চত্বরে ১৯৯৬ সালে নির্মাণ করা হয় ধামরাই পাবলিক লাইব্রেরী। লাইব্রেরীটি নির্মাণের পর শুরুর দিকে কয়েক বছর নানা বয়সী বই প্রেমীদের পদচারনায় মুখরিত থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় সেই প্রদচারণা ধীরে ধীরে কমতে থাকে। এক সময় এতে আর লোকজনের যাতায়াত দেখা যায় না। বেশির ভাগ সময় লাইব্রেরীটি বন্ধ থাকে। সব শেষ গত দুই বছর আগে কয়েক মাসের জন্য খোলা হলেও এখন একেবারেই বন্ধ রয়েছে লাইব্রেরীটি।


    ধামরাই পৌর এলাকার বাসিন্দারা জানান, আজ থেকে ১০-১২ বছর আগেও পাবলিক লাইব্রেরীতে গিয়ে বই পড়েছি।


    এবিষয়ে ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান, লাইব্রেরীটি আবারো যেনো বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়, সেই জন্য দ্রুত লাইব্রেরীটি খুলে দেওয়ার উদ্যোগ আমরা নেবো।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728