বাঘায় ২৬ দিন পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ||rajshahirdorpon24
ফাইল ফটো |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় অপহরণের ২৬ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সোমবার(৫এপ্রিল) রাতে নাটোরের বাগাতিপাড়া সদর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার ওই স্কুল ছাত্রীকে ১০ মার্চ সকালে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আড়ানী এলাকার আলিফ হোসেন নামের এক যুবক জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।এই ঘটনায় ১২মার্চ স্কুল ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাঘা থানায় অপহরণের মামলা দায়ের করেন। ২৬ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও মামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারি অফিসার বাঘা থানার এসআই প্রজ্ঞাময় মন্ডল বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করার পর মঙ্গলবার (৬এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।
No comments