বাঘায় কমিউনিটি ক্লিনিকে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন||rajshahirdorpon24
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় কমিউিনিটি ক্লিনিকে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯-৪-২০২১) উপজেলার হরিনা ও আড়পাড়ায় দুটি কমিউনিটি ক্লিনিকের কাজ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা কাজ দু’টির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,প্রকল্প বাস্তবায়ন অফিসার (অতিরিক্ত দায়িত্বে) শামীম আহমেদ,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহমেদ জানান,প্রধান মন্ত্রীর ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গিকার বাস্তবায়নে উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিকেই ওয়াশ ব্লক নির্মাণ করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলমের দেওয়া বিশেষ প্রকল্পের মাধ্যমে সেই অঙ্গিকার বাস্তবায়ন করবেন। প্রতিটি ওয়াশ ব্লকের ২টি টয়লেট থাকবে। পুরুষের ১টি ও মহিলার জন্য ১টি। সাথে ১টি করে ওয়াশ রুম ও ১টি হাত ধৌত করার বেশিন থাকবে। ল্যাট্রিন ও বেসিনে প্রবহমান পানির ব্যবস্থা থাকবে। প্রতিটি ব্লক নির্মাণে ব্যয় করা হবে ২লক্ষ ৫০ হাজার টাকা।##
No comments