Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় শোরুমে হামলা করে ভাংচুর, মারপিটের অভিযোগ,পাল্টা আক্রমন ঠেকাতে ৯৯৯ নম্বরে কল ||rajshahirdorpon24

     

    বাঘায় শোরুমে হামলা করে ভাংচুর, মারপিটের  অভিযোগ,পাল্টা আক্রমন ঠেকাতে ৯৯৯ নম্বরে কল 

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

    রাজশাহীর বাঘায় আড়ানি ইউনিয়নের হরিপুর বাজারে মেসার্স বন্ধু অটো মটরস শোরুমে হামলা চালিয়ে ভাংচুর ও দুইজনকে মারপিট করে নগদ টাকা ও উলকা গাড়ি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত,শোরুমের প্রোপাইটর বুলবুল আহমেদ ও আজরাইল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬এপ্রিল) রাত ৭টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আহত আজরাইল হোসেনের ভাই  আবু সাঈদ বাদি হয়ে আশিক ও বদিউর আলমসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। 


    অভিযোগে জানা গেছে, ওইদিন ইফতার করে সারাদিনের বেচা কেনার হিসাব নিকাশ করছিলেন, শোরুমের প্রোপাইটর বুলবুল আহমেদ ও আজরাইল। এসময় মুখে মাস্ক পরিহিত ৮ জনের একটি দল,বাজারের দক্ষিন দিক দিয়ে  প্রবেশ করে ওই শোরুমে হামলা চালিয়ে ভাংচুর,মারপিট করে নগদ টাকা ২ লক্ষ ৪০ হাজারসহ দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। 


    স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান,হৈচৈ শুনে সেখানে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভয়ভীতি দেখায়ে যেতে নিষেধ করা হয়েছে। তার তথ্যমতে হামলাকারিরা, ঘটনা ঘটিয়ে আড়ানি ষ্টেশনে যাতায়াতের সড়ক দিয়ে চলে যায়।  


    শোরুমের প্রোপাইটরের একজন আহত বুলবুল হোসেন। তিনি জানান,৬ মাস আগে,বাজারের উত্তর দিকে ব্যক্তি মালিকানার মার্কেটের রুম ভাড়া নিয়ে ডয়েডো ব্যাটারি চালিত অটো বাইক,নতুন টলি,ট্রাফে ট্রাক্টরের পার্টসসহ বিভিন্ন মালামাল বিক্রির জন্য,শোরুম করেন। কোন কিছু বুঝে উঠার আগেই তাদের শোরুমে হামলা করা হয়েছে। 

    এদিকে, খাগড়বাড়িয়া গ্রামের বদিউর আলমসহ তার পক্ষের লোকজন শোরুমে হামলা করেছে মর্মে, রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে হামলা করে আজরাইলের লোকজন। বদিউর আলম  জানান,তাদের আক্রমন থেকে রক্ষা পেতে  খাগড়বাড়িয়া বারুদিপাড়ার নজরুলের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও আক্রমনের চেষ্টা করা হয়। সেই হামলার আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ ডাকেন ।


    বদিউর আলমের দাবি , মেসার্স বন্ধু অটো মটরস শোরুম থেকে ২ মাস আগে ব্যাটারি চালিত ইজি বাইক (উলকা নামেও পরিচিত) নেয় আড়ানি নুর নগর এলাকার জুয়েল। ৯২ হাজার টাকা দামের মধ্যে নগদ জমা দেয় ৫০ হাজার টাকা ।  বাঁকি  বাঁকি টাকা না দেওয়ার কারণে জুয়েলকে মারধর করে ,শোরুমের প্রোপাইটর আজরাইল হোসেন। বদিউর আলমের দাবি,হামলার ঘটনায় তাকে দোষী করা হলেও ঘটনার সাথে সে সম্পৃক্ত ছিলনা। আহত আজরাইল হোসেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুয়েলের পক্ষ নিয়ে তার সমর্থিত লোকজন শোরুমে হামলা চালিয়েছে । 


    স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত পৌর নির্বাচন ও মাদক বেচা-কেনার বিষয়াদি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে মতবিরোধ চলছিল। তারই জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে পর্যায়ক্রমে  হামলা-মামলায় রুপ নিয়েছে।  


    বাঘা থানার এস আই নাদিম মাহমুদ জানান,  ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে আসি।  পুলিশ যাওয়ার আগে শোরুমে হামলা চালিয়ে ভাংচুর ও বদিউর আলমের মোটরসাইকেলের কিছু অংশ ভাংচুর করা হয়েছে। এবিষয়ে এক পক্ষের একটি অভিযোগ পাওয়া গেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728