Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে ভূয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    আলিফ হোসেন, তানোর:

    রাজশাহীর তানোরে নীতিমালা লঙ্ঘন করে ভুয়া দন্ত  চিকিৎসকরা ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে তুলেছে অবৈধ দন্ত 

    চিকিৎসালয়। এসব চিকিৎসালয়ের নেই কোনো অনুমোদন, নেই কোনো রেজিস্ট্রার চিকিৎসক, নেই কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান। 


    গ্রাম্য হাতুড়ে (ভুয়া) চিকিৎসক দিয়ে চলছে। এতে রোগীরা আর্থিক ও মানসিকভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন। এসব ভূয়া দন্ত চিকিৎসকের দৌরাত্ম্য রোগীরা প্রতিনিয়ত ভোগান্তীতে পড়ছে। অথচচ প্রশাসন রহস্যজনক কারণে এসব দেখেও না দেখার অভিনয়ে এড়িয়ে চলেছ।  কলমা ইউপির দরগাডাঙ্গা বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরেকোনো ডিগ্রী বা প্রশিক্ষণ ছাড়াই কথিত (ভুয়া) এক দন্ত চিকিৎসক মাদকাসক্ত এক কথিত সাংবাদিকের নেপথ্যে মদদে রমরমা বাণিজ্য করে সাধারণ  মানুষের পকেট কাটছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, দন্ত চিকিৎসার আড়ালে সেখানে ইয়াবার ব্যবসা করা হচ্ছে।


     এছাড়াও তিনি গ্রামের কৃষক, দিনমজুর খেটে খাওয়া মানুষকে ধোঁকা দিয়ে অভিজ্ঞ ডাক্তার সেজে বিভিন্ন ভুয়া ডিগ্রি দেখিয়ে সাইন বোর্ড, ব্যানার ও ভিজিটিং কার্ড ছাপিয়ে দাঁতের চিকিৎসার নামে ব্যবস্থাপত্র দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। কোনো বৈধ কাগজপত্র ও অভিজ্ঞতা ছাড়াই বিনা অনুমতিতে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে তিনি ব্যবসার নামে প্রতারণা করে যাচ্ছেন।এই ভুয়া চিকিৎসক রোগীর দাঁতের স্কেলিং, দাঁতের ফিলিং, দাঁত তোলা, দাঁত বাঁধানোসহ দাঁতের নানা রোগের চিকিৎসার নামে হয়রানি করে টাকা কামিয়ে নিচ্ছেন। তার কাছে এসে রোগীরা না জেনেশুনে চিকিৎসা নিয়ে পরে বিপদে পড়ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।


     বাজার বণিক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, বাজারে ভুয়া দন্ত চিকিৎসক আছে সত্য, তবে তার আত্মীয় মাদকাসক্ত সাংবাদিক নেতার ভয়ে কিছু বলতে পারি না, প্রতিবাদ করলেই চাঁদাবাজী মামলা।তিনি বলেন,এই ভুয়া দন্ত চিকিৎসকের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। 


    তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রোজী আরা বলেন, এসব ভুয়া প্রতিষ্ঠানের ব্যাপারে আমাকে কেউ অভিযোগ করেনি। তাছাড়া আমার চোখে পড়েনি। তবে দ্রুত খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728