বাঘায় বজ্রপাতে একজন নিহত!||rajshahirdorpon24
![]() |
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার:
আজ শনিবার(১৫-৫-২০২১) বিকেল ৩টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়ার আজাহার উদ্দীনের ছোট ছেলে জহুরুল ইসলাম বাবু(৩২) আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান,ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বাগানে আম কুড়ানোর সময় জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। নিহতের স্ত্রী সহ ৮মাসের ১ মেয়ে ও ৫ বছর বয়সের ১ ছেওে রয়েছে। মেয়ের নাম তাউসিন ও ছেলের নাম শুক্তা।
মরহুমের জানাজা নামাজ আজ রাত্রি ৯.০০ঘটিকায় তার নিজ বাস ভবনে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।
No comments