চারঘাট উপজেলা জোতরঘুু বটতলা ডাক্তার বাড়ি রাস্তার কাজের শুভ উদ্বোধন।। rajshahirdorpon24
চারঘাট উপজেলা জোতরঘুু বটতলা ডাক্তার বাড়ি রাস্তার কাজের শুভ উদ্বোধন |
নিজস্ব প্রতিবেদক:
চারঘাট উপজেলার পুটিমারী জোতরঘু ডাক্তার বাড়ি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
(২৮ এপ্রিল) বুধবার ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডে জোতরঘু ডাঃ মোঃ মোস্তফা কামালের বাড়ি হতে ছুরাফ মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তার শুভ উদ্ধোধন করেন ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ ইয়াদ আলী মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃআব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন, জোতরঘু মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক, ডাঃ মোঃ মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুল মতিনসহ অত্র গ্ৰামের সুধী জন।
No comments