বাঘায় ছেলে মারলো মাকে, শাশুড়িকে কামড়ালো ছেলের বউ!||rajshahirdorpon24
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় পৃথক দুটি ঘটনার একটিতে ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ, আরেকটিতে ছেলের স্ত্রীর বিরুদ্ধে শাশুড়িকে কামড়িয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা পরভিন তৃপ্তি বলেন, তাদের একজন ধনদহ বিনিময় পাড়ার হাসিবুলের স্ত্রী কুলসুম (৫৫)। মারধরে তার শরীরে ফোলা জখম পাওয়া গেছে। অরেকজন আমোদপুর নতুনপাড়া গ্রামের বিচ্ছাদের স্ত্রী রোকেয়া বেগম (৪৭)। তার পায়ের হাটুর একটু নীচে কামড়ানোর আঘাত পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬-৫-২০২১) ঘটনার পর তারা উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরজরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। ধনদহ বিনিময় পাড়ার হাসিবুলের স্ত্রী কুলসুম বলেন, টাকা না দেওয়ার কারণে তার ছেলে মুনজুরুল তাকে মারধর করেছে। তার এই ছেলে নিজে অটো রিকসা চালায়। সে আমাদের কোন টাকা দেয়না,বরং আমাদের কাছ থেকে নিতে চায়। তাকে টাকা দিতে না চাওয়ায় বৃহসপতিবার মারধর করে। স্বামীর সাথে চিকিৎসা নিতে আসেন। তিনি বলেন,বিচার চেয়ে এ বিষয়ে অভিযোগ করবেন। মুনজুরুলের মুঠোফোনটি বন্ধ পাওযায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রোকেয়া জানান,কারণে অকারণে তার ৪ নম্বও ছেলে সোহের রানার বউ মৌসুমি তার সাথে ঝগড়া করে। নিষেধ করলেই সে মারমুখি হয়ে উঠে।
বৃহস্পতিবার একইভাবে ঝগড়া বাধিয়ে তার পায়ের হাটুর একটু নীচে কামড় দিয়ে আহত করে। সহোদর ভাই আলী হুসেনের সাথে চিকিৎসা নিতে এসেছিলেন তিনি। অফিসার ইনচার্জ(ওসি)নজরুল ইসলাম জানান,তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments