Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে ইদ পুনর্মিলনী ঘিরে আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য।। rajshahirdorpon24

     

    তানোরে ইদ পুনর্মিলনী ঘিরে আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে ইদ আওয়ামী লীগের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২২মে শনিবার  উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাস ভবনে আয়োজিত ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং প্রথম বারের মতো আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে পত্র দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে স্থানীয় সাংসদের আগমণ ও সকল নেতাকর্মীকে আমন্ত্রণ জানানোর খবরে আওয়ামী লীগের রাজনীতিতে রাতারাতি হয়েছে নাটকিয় পরিবর্তন ও ফিরে এসেছে প্রাণচান্চল্য। 


    তৃণমুলের নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে।


    ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল তারাও এমপির আহবানে সাড়া দিয়ে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ দায়িত্বশীল নেতা এমপির বিরোধীতা করার নামে পৃথক বলয় সৃস্টির লক্ষ্যে দায়িত্বশীল পদে থেকেও তারা সংগঠনকে শক্তিশালী করতে কোনো ভুমিকা তো রাখেইনি বরং জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সৃস্টি করেছিল দলীয়কোন্দল, সাংগঠনিক অবস্থা ছিল নাজুক, ভেঙ্গে পড়েছিল চেইন অব কমান্ড, বিরাজ করছিল হ-য-ব-র-ল অবস্থা বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। 


    এদিকে স্থানীয় সাংসদের নির্দেশে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায় এই স্লোগান সামনে রেখে দলকে আরো বেশী শক্তিশালী ও সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে নানা কর্মসুচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। তানোরের সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) এবার একাধিক নেতা দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা করে মাঠে নেমেছেন মনোনয়ন প্রতিযোগীতায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ তবে, দলীয় মনোনয়ন নৌকা প্রতিক যাকেই দেয়া হবে।


    নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছে। ফলে দলীয় মনোনয়ন নয় এবার দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও আওয়ামী লীগের ভোট ব্যাংকের পরিধি বৃদ্ধি করায় মুল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728