চারঘাটে মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬, গাঁজা উদ্ধার!||rajshahirdorpon24
চারঘাটে মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬, গাঁজা উদ্ধার! |
স্টাফ রিপোর্টার, চারঘাট:
রাজশাহীর চারঘাটে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় র্যাবের অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আলাল উদ্দীনের ছেলে শিপন আলী(৩২) এবং একই এলাকার হুজুর আলীর ছেলে জহুরুল ইসলাম(৩০)।
এদিকে শুক্রবার পুলিশের রাতভর অভিযানে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ জন আসামী- মুক্তারপুর এলাকার সোহেল রানা, তরিকুল ইসলাম ও কোরবান আলী এবং শিবপুর এলাকার আব্দুল আওয়াল বিড়বিড়ি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গাঁজাসহ র্যাবের হাতে দুজন ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
No comments