বাঘায় আওয়ামীলীগ বজলুর ১১২ দরিদ্র পরিবারকে ঈদের উপহার||rajshahirdorpon24
বাঘায় আওয়ামী লীগের বজলুর ১১২ দরিদ্র পরিবারকে ঈদের উপহার |
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান দরিদ্রদের মাঝে ওয়ার্ড আওয়ামীগের বজলুর রহমানের উদ্যোগে বুধবার সকাল ৮টায় তার নিজ বাড়ি আড়ানি নূরনগর গ্রামে ১১২টি হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি সামগ্রী বিতরণ করা হয়েছে।
নূরনগর গ্রামের এলাকাবাসী বলেন, কয়েক বছর ধরে ঈদের আগে আমরা কাপড় পাই। এই কাপড় পরে ঈদগায়ে নামাজ পড়তে যাই। গরিব মানুষ পেটে খাব না ঈদের জন্য আলাদা করে কাপড় কিনব, তাই আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের দেওয়া কাপড় পেয়ে অনেকটাই পরিপূর্ণ হবে।
আ.লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, আমি অসুস্থ তার পরও প্রতি বছরের ন্যায় এবারও ঈদ সামনে রেখে আমার নিজ গ্রামসহ আশপাশের গ্রামের দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও মাস্ক ঈদ উপহার দিয়েছি।
No comments