বাঘায় পত্রিকা বিক্রেতা রিপনের ঈদ উপহার ||rajshahirdorpon24
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় পত্রিকা বিক্রেতা রিপন আলীর নিজস্ব অর্থায়নে অসহায় অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ঈদ খাদ্য সামগ্রীর মধ্য ছিল ৪০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম সেমাই, এক প্যাকেট দুধ। সোমবার (৩ মে) পত্রিকা বিক্রির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তার ঈদ উপহার পৌঁছে দেন রিপন আলী।
সে উপজেলার আড়ানী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা। পেশায় পত্রিকা বিক্রেতা। রিপন আলী নিজেও একজন অস্বচ্ছল ব্যক্তি। জিজ্ঞাসাবাদে রিপন আলী বলেন, তার চেয়েও যারা দরিদ্র, সেইসব অনেক মানুষ কষ্টে আছে। পক্রিকা বিক্রি করতে গিয়ে যা দেখে নিজের কাছে কষ্ট পেয়েছি। তাদের মধ্যে কিছু মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করে আনন্দ পাচ্ছি। রিপনের দেওয়া ঈদ উপহার পেয়ে খুশি হয়েছেন বলে জানালেন,পৌরসভার ৬ নম্বও ওয়ার্ডের বাসিন্দা ঝামফুল ও ভানু বেওয়া।
আড়ানী পৌর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মো. তুহিন আহম্মেদ বলেন, রিপন আমাদের উদহারন। তার এই কাজে খুশির সাথে অনেকটা শিক্ষা লাভ করলাম। তাহলো দেশের এমন পরিস্থিতিতে বিত্তবানরা অসহায় মানুষের সাহায্য এগিয়ে আসলে দরিদ্র মানুষগুলো উপকৃত গবে।
No comments