Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় চার মাদকসেবী গ্রেফতার!||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    স্টাফ রিপোর্টার:

    রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে চার মাদক সেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো-  বাঘা পৌরসভার বলিহার হাজীপাড়ার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন(২৩), চকআমোদপুর গ্রামের আশকান আলীর ছেলে সোহাগ আলী(২০), চক ছাতারি গ্রামের জিব্রাইল ইসলামের ছেলে সাহেদ আলী(২০), উত্তর মিলিক বাঘা গ্রামের মক্কেল আলীর ছেলে সোহাগ হোসেন(২৩)। মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার চক আমোদপুর এলাকার থেকে মাদক সেবন করা অবস্থায় তাদেও গ্রেফতার করা হয়েছে।


    বাঘা থানার উপরিদর্শক (এসআই) আব্দুল রউফ জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728