স্বাস্থ্যবিধি মানায় করোনার সংক্রমণ কমেছে: ত্রাণ প্রতিমন্ত্রী||rajshahirdorpon24
স্বাস্থ্যবিধি মানায় করোনার সংক্রমণ কমেছে: ত্রাণ প্রতিমন্ত্রী |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
দেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনা ভাইরাসের সংক্রমণ কমে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শুক্রবার (০৭ মে) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, সরকার ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখছে যাতে দেশের মানুষ নিরাপদে থাকেন। এছাড়াও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সকল মানুষকে সরকার সাহায্য করছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
No comments