Header Ads

  • সর্বশেষ খবর

    ৩৩৩ নম্বরে ফোন দিয়ে দুঃস্থরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার||rajshahirdorpon24

     

    ৩৩৩ নম্বরে ফোন দিয়ে দুঃস্থরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

    স্টাফ রিপোর্টার:

    বাঘায় ১০০ অসহায় পেলেন প্রধানমন্ত্রীর উপহার। শুক্রবার (৭ মে) সকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার  উপহার হিসেবে চাল, ডাল, লবন, সয়াবিনসহ অন্যদ্রব্য সম্বলিত একটি করে প্যাকেট বিতরণ করা হয়। 


    উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা তাদের হাতে সেগুলো তুলে দেন। প্রতিবন্ধী মঙ্গল সরকার ও খদেজান বেওয়া খুশির সাথে বলেন,রোজা ও ঈদে এগুলো হাসিনা আপা দিচে। গরীব মানষের উপকার হইচে। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহা: কামাল হোসেন।


    নিবাহি অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, দুঃস্থ, অসহায়, অস্বচ্ছল, কর্মহীন ও বয়স্ক যেসব ব্যক্তিরা ৩৩৩ নম্বরে ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপহার চেয়েছিলেন, তাদের তালিকা তৈরী করা হয়। সেগুলো যাছাই বাছাই করে জেলা প্রশাসকের নিকট দেয়া হয়। জেলা প্রশাসকের মাধ্যমে ১০০ জনের বরাদ্দ  দেওয়া হয়।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728