Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে টিকাদান বন্ধ, অনিশ্চয়তায় ২য় ডোজের অপেক্ষামান ৫ হাজার মানুষ!||rajshahirdorpon24

     ফাইল ফটো


    স্টাফ রিপোর্টার, চারঘাট:

    রাজশাহীর চারঘাট উপজেলায় শেষ হয়ে গেছে করোনা ভ্যাকসিনের মজুদ। ভ্যাকসিন না থাকায় বৃহস্পতিবার (২০ মে) চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে বন্ধ হয়েছে টিকাদান কার্যক্রম। ফলে নতুন করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না আসায় দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ৫ হাজার ১৯৮ জন।


    সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুনরায় ভ্যাকসিনের চালান না আসায় প্রথম ও দ্বিতীয় ডোজের অপেক্ষমানদের তালিকা আরো দীর্ঘ হলো।


    চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের সঙ্গে চারঘাটেও একযোগে শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। টিকা নেওয়ার জন্য ১১ হাজার ৫৬৮ জন নিবন্ধন করে প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৫২৩ জন। এ যাবত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এখনো দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় রয়েছেন ৫ হাজার ১৯৮ জন।


    চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘প্রথম ডোজের টিকা গ্রহণের ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত গ্রহণ করা যাবে দ্বিতীয় ডোজের টিকা। দ্বিতীয় ডোজের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। টিকা আনতে সরকারের সব চেষ্টা অব্যাহত রয়েছে। টিকা আসলে তাৎক্ষণিক চারঘাটেও টিকাদান কার্যক্রম শুরু হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728