চারঘাটে টিকাদান বন্ধ, অনিশ্চয়তায় ২য় ডোজের অপেক্ষামান ৫ হাজার মানুষ!||rajshahirdorpon24
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার, চারঘাট:
রাজশাহীর চারঘাট উপজেলায় শেষ হয়ে গেছে করোনা ভ্যাকসিনের মজুদ। ভ্যাকসিন না থাকায় বৃহস্পতিবার (২০ মে) চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে বন্ধ হয়েছে টিকাদান কার্যক্রম। ফলে নতুন করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না আসায় দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ৫ হাজার ১৯৮ জন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুনরায় ভ্যাকসিনের চালান না আসায় প্রথম ও দ্বিতীয় ডোজের অপেক্ষমানদের তালিকা আরো দীর্ঘ হলো।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের সঙ্গে চারঘাটেও একযোগে শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। টিকা নেওয়ার জন্য ১১ হাজার ৫৬৮ জন নিবন্ধন করে প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৫২৩ জন। এ যাবত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এখনো দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় রয়েছেন ৫ হাজার ১৯৮ জন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘প্রথম ডোজের টিকা গ্রহণের ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত গ্রহণ করা যাবে দ্বিতীয় ডোজের টিকা। দ্বিতীয় ডোজের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। টিকা আনতে সরকারের সব চেষ্টা অব্যাহত রয়েছে। টিকা আসলে তাৎক্ষণিক চারঘাটেও টিকাদান কার্যক্রম শুরু হবে।
No comments