বাঘায় অবৈধ পুকুর খননের দায়ে ছাত্রলীগে নেতার ৫০ হাজার টাকা জরিমানা!||rajshahirdorpon24
বাঘায় অবৈধ পুকুর খননের দায়ে ছাত্রলীগে নেতার ৫০ হাজার টাকা জরিমানা! |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আফজারুল রহমান রাজিব হোসেন পিতা ফরমান মনিগ্রাম এক ব্যাক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলার তুলশীপুর এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ফসলী জমি নষ্ঠ করে পুকুর খনন করা সম্পৃর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকার। তার পরেও কিছু সংখক মানুষ গোপন পুকুর খনন করার চেষ্টা চালাচ্ছেন। তাদেরই একজন তুলশীপুর গ্রামের ফরমান আলীর পুত্র রাজিব হোসেন (৪০)।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তুলশীপুর গ্রামে গিয়ে একটি ভেকু দ্বারা পুকুর খননের বিষটি নজরে পড়ে।
এরপর পুকুর মালিক রাজিব হোসেনকে ডাকা হলে তিনি অনুমতি না নিয়ে পুকুর কাটার বিষয়টি অকপটে স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
No comments