দ্বীপপুর স্কুলের সভাপতি- প্রধান শিক্ষকের অপসারণ দাবি।। rajshahirdorpon24
দ্বীপপুর স্কুলের সভাপতি- প্রধান শিক্ষকের অপসারণ দাবি |
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের তিনটি পদে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজশ করে তিনটি পদের বিপরীতে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পচ্ছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, দাবি উঠেছে সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ।
এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগবিধি লঙ্ঘন করে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সভাপতির সঙ্গে যোগসাজশ করে কর্মচারী নিয়োগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ক.ম মোসাদ্দেকুর রহমান। জমিদাতা মোশাররফ হোসেন জানান, গ্রামবাসীর অনুরোধে তাদের পৈত্রিক ২৪ শতক জমি ৩ ভাইয়ের পক্ষ থেকে একভাই স্কুলের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। তবে শর্ত ছিল ওই স্কুলে বিধি মোতাবেক তাদের পরিবারের লোকজনকে চাকুরী দিতে হবে। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপুল অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে তাদের পচ্ছন্দের ব্যক্তিকে চাকরি দিতে মরিয়া হয়ে উঠেছে। তারা বলেন, সেই লক্ষ্যে অপ্রচলিত পত্রিকায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তার সবগুলে কপি নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে, এতে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি কেউ জানতেই পারেনি। স্থানীয় এলাকাবাসী ও জমিদাতাগণ ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বচ্ছ পক্রিয়ায় নিয়োগ এবং সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারন দাবি করেছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এব্যপারে দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ক ম মোসাদ্দেকুর রহমান বলেন, কোন অনিয়ম করা হয়নি। বিধি মোতাবেক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার মাধ্যমে সার্কুলার করা হয়েছে। এখনও কোন নিয়োগ বোর্ড গঠন করা হয়নি। এলাকাবাসী ও পরিচালনা কমিটি চাইলে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিতে কোন আপত্তি নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, তিনি কোনো অভিযোগ পাননি তবে, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ে মোট ৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। পদ গুলো হলো, আয়, নৈশ প্রহরী ও অফিস সহায়ক।
No comments