সাভার ও আশুলিয়া থেকে দু’জনের লাশ উদ্ধার!||rajshahirdorpon24
সাভার ও আশুলিয়া থেকে দু’জনের লাশ উদ্ধার! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকার সাভার ও আশুলিয়া থেকে আলাদা ঘটনায় এক যুবকের হাত-পা বাঁধাসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ মে) সকালে আশুলিয়ার কাঠগড়া ও সাভারের থানা রোড এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, গত পাঁচ দিন আগে আশুলিয়ার কাঠগড়া উত্তর পাড়া এলাকায় পাঁচ যুবক একটি বাড়ির একটি রুম ভাড়া নেন। পরে সেদিনই চার যুবক আরেক রুমমেটকে হাত পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করে রুমে তালা ঝুলিয়ে পালিয়ে যান। আজ সকালে তালাবদ্ধ ওই রুম থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন খবর দিলে আশুলিয়া থানা পুলিশ গিয়ে রুমের তালা ভেঙ্গে ওই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয়সহ তাঁর হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে, আজ সকালে সাভারের থানা রোড এলাকায় প্রাইম নামের একটি বেসরকারি হাসপাতালের পঞ্চম তলার একটি কেবিন থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তুলসী রানী নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
No comments