বাঘায় প্যানেল মেয়র পিন্টুর শাড়ি-লুঙ্গি বিতরণ ||rajshahirdorpon24
বাঘায় প্যানেল মেয়র পিন্টুর শাড়ি-লুঙ্গি বিতরণ |
স্টাফ রিপোর্টার:
এবাররে ঈদরে আনন্দ ভাগাভাগি করতে বাঘা পৌরসভার ৯ টি ওর্য়াডরে ৩হাজার দরদ্রিদরে মাঝে শাড়ি-লুিঙ্গসহ নগদ টাকা বিতরণ করেছেন বাঘা পৌরসভার প্যানলে মেয়র মাহিনুর রহমান পিন্টু। এর মধ্যে ছিল শাড়ি ১২০২ পিচ,লুঙ্গি ৮০০।
সোমবার (১০-৫-২০২১) নিজরে র্অথায়নে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন। এছাড়াও নগদ র্অথও বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিেেলন প্যানেল মেয়েরের সহধর্র্মিনী ফজীলা বেগম, পিতা মসলেম উদ্দীন, ভাই ফয়সাল আহম্দে তুিহন, সুজন মাহমুদ প্রমুখ।
শাহিনুর রহমান পিন্টু বলেন, পবিত্র ঈদুল ফিতওে দিনে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন এ কথা চিন্তা করে আমি কিছু নতুন কাপড় উপহার দিয়েছি। আগামীতওে ভালো কাজরে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে শাড়ি- পাওয়া খদেজা বেগম ও লুঙ্গী পাওয়া রহিম উদ্দীন খুশির সাথে অভিমত ব্যক্ত করে বলেন, আর যাই হোক, ঈদের দিনে একটি নতুন কাপড় পরতে পারবো।সবাই যদি পিন্টু ভাইয়ের মতো করে সাহায্যরে হাত বাড়িয়ে দিতো তাহলে সমাজের অস্বচ্ছল মানুষ গুলোর দুঃখ লাঘব হতো। তার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং তাঁর জন্য দোয়া করেন।
No comments