আশুলিয়া-ধামরাইয়ে আগুনে পুড়ল মার্কেট ও বসতবাড়ি!||rajshahirdorpon24
![]() |
আশুলিয়া-ধামরাইয়ে আগুনে পুড়ল মার্কেট ও বসতবাড়ি! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি মার্কেট ও বসতবাড়ি। বুধবার (১৯ মে) ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ি ও ধামরাইর পাঠানটোলা মহল্লায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় একটি মার্কেটে ভয়াভহ আগুন লাগে এসময় মুহুর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে মার্কেটের দশটি দোকানপাট মালামালসহ পুরে যায়। আগুনে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।
অপরদিকে ধামরাইর উপজেলার পাঠানটোলা মহল্লায় নুরজাহান নামের এক নারীর বাড়িতে ভয়াভহ আগুন লেগে পাঁচটি বসতবাড়ি পুরে গেছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
No comments