বড়াল নদে ভাসছে শতশত মরা মুরগি!||rajshahirdorpon24
![]() |
বড়াল নদে ভাসছে শতশত মরা মুরগি! |
মোঃ নাহিদ হাসান, স্টাফ রিপোর্টার:
বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় বড়াল নদের উপর নির্মিত ব্রিজের নিচে ভাসছে শত শত মরা মুরগী। সোমবার রাতের আধাঁরে মুরগীর ফার্মে মরে যাওয়া এই মুরগি কে বা কারা ফেলে গেছে বলে ধারণা করছে স্থানীরা। ফলে চারদিকে গন্ধ ছড়ানোর কারণে পথচারী ও স্থানীয় দোকানদাররা অতিষ্টি হয়ে উঠেছে।
আড়ানী বাজারের ঔষধ ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, যেখানে মুরগি ফেলা হয়েছে, সেখান থেকে আমার ফার্মেসী দোকানের দুরত্ব প্রায় ৪০ মিটার। কোন খামারের মালিক তার খামারে অতিরিক্ত গরমের কারণে মারা যাওয়া মুরগীগুলো রাতে কোন এক সময় ফেলে গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
আড়ানী বাজারের মুরগী ব্যবসায়ী তিতাস আহম্মেদ বলেন, ব্যবসায়ীরা এতো মুরগী দোকানে রাখেনা। দোকানে দু/একটি মুরগী মারা যায়। সেটাকে মাটি খুঁড়ে পুতে রাখি। নদীতে ফেলা মুরগীগুলো প্রায় রেল ব্রিজ পর্যন্ত ছড়িয়ে গেছে। তিনি এ বিষয়টি তদন্তপূবর্ক আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান।
আড়ানী পৌর বাজারের কীটনাশক ব্যবসায়ী সুজন আলী বলেন, বর্তমানে বড়াল নদে পানিও নেই, মাছ নেই। বড় বড় মাছ থাকলে এগুলো খেয়ে ফেলতো। বর্তমানে এগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা নানা রকম ভাইরাসজনিত রোগের ঝুঁকিতে রয়েছে।
আড়ানী পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জআমান রানা বলেন, মেয়র এর নির্দেশে লেবার দিয়ে মারা মুরগীগুলো নদী থেকে তুলে মাটিতে পুতে ফেলার কাজ চলছে।
উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, বড়াল নদে মুরগী ফেলায় পানির বিশুদ্ধতা কমছে। পরিবেশ নষ্ট হচ্ছে। জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়েছে। তবে বিষয়টি জানা ছিলনা। অবগত হলাম। ঘটনাস্থলে প্রশাসনিক ভাবে লোক পাঠিয়ে ব্যবস্থা নিব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব।
No comments