Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন||rajshahirdorpon24

     

    তানোরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে মহান স্বাধীনতার স্থপত্তি এবং বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল(প্রতিকৃতি) এবং উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্ততের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ২২মে শনিবার  স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুরম্যুরাল এবং সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 


    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি  আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন প্রমুখ। ও এছাড়াও আওয়ামী লীগ  এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতা ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। 


    এদিকে একই দিন উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাস ভবনে আওয়ামী লীগের ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।অপরদিকে স্থানীয় সাংসদের দিকনির্দেশনামুলক বক্তব্যর পর আওয়ামী লীগের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে নাটকিয় পরিবর্তন লক্ষ্য করা গেছে, ফিরেছে প্রাণচান্চল্য। তৃণমুলের নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল তারাও এমপির আহবানে সাড়া দিয়ে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। 


    জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ দায়িত্বশীল নেতা এমপির বিরোধীতা করার নামে পৃথক বলয় সৃস্টির লক্ষ্যে দায়িত্বশীল পদে থেকেও তারা সংগঠনকে শক্তিশালী করতে কোনো ভুমিকা তো রাখেইনি বরং জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সৃস্টি করেছিল দলীয়কোন্দল, সাংগঠনিক অবস্থা ছিল নাজুক, ভেঙ্গে পড়েছিল চেইন অব কমান্ড, বিরাজ করছিল হ-য-ব-র-ল অবস্থা বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। 


    এদিকে স্থানীয় সাংসদের নির্দেশে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায় এই স্লোগান সামনে রেখে দলকে আরো বেশী শক্তিশালী ও সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে নানা কর্মসুচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। তানোরের সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) এবার একাধিক নেতা দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা করে মাঠে নেমেছেন মনোনয়ন প্রতিযোগীতায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ তবে, দলীয় মনোনয়ন নৌকা প্রতিক যাকেই দেয়া হবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছে। 


    ফলে দলীয় মনোনয়ন নয় এবার দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও আওয়ামী লীগের ভোট ব্যাংকের পরিধি বৃদ্ধি করায় মুল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728