Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে দুর্ঘটনায় আহত ১০!||rajshahirdorpon24

     

    ফাইল ফটো


    মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:

    সাভার রেডিও কলোনী-নামাবাজার সড়কের সংযোগ সড়ক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সড়কের মাথায় এক দুঘটনায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন এলাকাবাসী।


    স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, সাভার পৌরসভাধীন রেডিও কলোনী-নামা বাজার সড়কের সংযোগ সড়ক কামাল আহমেদ মজুমদার সড়কটির মাথায় আর সি সি ঢালাইয়ের একটি বড় ড্রেনেজ বয়েছে। বাস্তার মাঝখানে ড্রেনটি ভেংগে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এলাকাবাসী পৌর মেয়র আঃ গণি কে জানালে তিনি লকডাউনের সময় ড্রেন মেরামত করা সম্ভব নয় বলে জানান।


    পরে বুধবার (২৬ মে) সকালে ওই সড়ক দিয়ে একটি কাভার্ড ভ্যান ঢুকার সময় অপরদিক থেকে আসা যাত্রী বোঝাই একটি অটো ঘটনাস্থলে পৌছলে কাভার্ড ভ্যানটি গর্তে পড়ে গিয়ে অটোকে চাপা দেয় এসময় অটোতে থাকা প্রায় ১০জন যাত্রীই আহত হয় ।এলাকবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপালে ভর্তি করলে গুরুত্বর ৪ যাত্রীকে ঢাকার বিভিন্ন হাসপাতাতে প্রেরন করে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728