সাভারে জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার!||rajshahirdorpon24
সাভারে জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারে জোড়া খুনের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক হত্যাকারীর নাম শাহাজালাল (২৩)।
পুলিশ জানায়, গেল ১১ জুন সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় নিয়ে স্কুল ছাত্র নাজমুল হোসেন ও তার খালাতো ভাই রায়হান মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃওরা। পরে খবর পেয়ে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এঘটনায় নিহতদের পরিবার সেই দিনেই সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করলে আজ ভোর রাতে পুলিশ হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী শাহাজালালকে আটক করে। এ হত্যাকান্ডে দু’জন জড়িত বলে জানিয়েছে পুলিশ। প্রধান আসামি আটক হলেও দ্বিতীয় আসামিকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,হত্যাকান্ডের প্রধান আসামিকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
No comments