বাঘায় কুমারি এক নারিকে সংঘবদ্ধ ধর্ষন,গ্রেফতার-৩!||rajshahirdorpon24
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় চার যুবকের বিরুদ্ধে বহিরাগত এক কুমারি নারিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩-৬-২০২১) দিবা-গত রাতে উপজেলার মিলিক বাঘা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় উত্তর মিলিকবাঘা গ্রামের এমদাদের ছেলে তারিক (২৭), সাদেকের ছেলে নাসির (২৩) ও বাজুবাঘা গ্রামের নওশেনের ছেলে সবুজ (২১)আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা থেকে জানা যায়, রোববার রাতে এলাকার বাইরের কুমারি এক নারিকে নিজ এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে পালাক্রমে ধর্ষন করে তারিক, নাসির ও সবুজ। আগের দিন শনিবার সন্ধ্যায় ওই নারিকে মুঠোফোনে ডেকে নেয় আল আমিন নামের আরেক যুবক। আল আমিনের সাথে ওই নারির প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে আল আমিনের ডাকে সাড়া দিয়ে নিজ গ্রাম থেকে বাঘায় চলে আসে। পরে তিন বন্ধুদের কাছে রেখে চলে যায় আল আমিন। তারা ওই নারিকে নিজ হেফাজতে রেখে রোববার রাতে পালাক্রমে ধর্ষন করে। বিষয়টি জানার পর,ওই নারির নিজ গ্রামের বাসিন্দা জুয়েল,বাঘা থানা পুলিশকে অবগত করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, কুমারি ওই নারি থানায় হাজির হয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করে। এ মামলায় তারিক, নাসির ও সবুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোমবার (১৪-৬-২০২১) কুমারি ওই নারিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
No comments