Header Ads

  • সর্বশেষ খবর

    গ্রামে শহরের সেবা দিচ্ছে ইলাহী ডায়াগনস্টিক সেন্টার ||rajshahirdorpon24

     

    গ্রামে শহরের সেবা দিচ্ছে ইলাহী ডায়াগনস্টিক সেন্টার 

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে প্রত্যন্ত পল্লীএলাকার

    সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা পাবার বিশস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে এলাহী ডায়াগণষ্টিক সেন্টার। রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার এলাহী ডায়াগণস্টিক সেন্টারের অবস্থান। উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ কৃষিজীবী জীবনধারণও সাধারণ। ফলে এসব মানুষ চাইলেও উন্নত চিকিৎসা সেবা নিতে জেলা শহরে যেতে পারে না। আবার উপজেলা সরকারী হাসপাতালেও কাঙ্খিত সেবা পায় না। তবে স্বল্প খরচে এসব মানুষের উন্নত স্বাস্খ্য সেবা প্রদানের অঙ্গীকার ও কাঙ্খিত মাণের স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে সরকার অনুমোদিত এলাহী ডায়াগণস্টিক সেন্টার।


    উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিশস্ত প্রতিষ্ঠান। এখানেই প্রতি মাসে গরীব ও অসহায় মানুষদের বিভিন্ন অসুখের বিনামূল্য পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানে এলাহী ডায়াগণস্টিক সেন্টার 

    অন্যদের থেকে এক ধাপ এগিয়ে। এখানের বড় গুণ সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার মুল্য নির্ধারণ করা হয়েছে। অথচ পাশেই রয়েছে আরো  ক্লিনিক যাদের দালাল নির্ভর কার্যক্রম,গলাকাটা ফি আদায় ও রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার মতো গুরুত্বর অভিযোগ রয়েছে।

    জানা গেছে, উপজেলার শামিম চৌধুরী, মুকুল হোসেন ও সাইফুল ইসলাম নামের তিনজন উদ্যোমী যুবক এলাহী ডায়াগণষ্টিক সেন্টার স্থাপন করেছে। এছাড়াও তাদের রয়েছে একঝাঁক শিক্ষিত তরুণ-তরুণী জনবল যারা সার্বক্ষনিক রোগীদের খোঁজখবর নেয় এবং তাদের মানবিক আচরণে রোগীরা চিকিৎসা নেবার আগেই অনেক টা সুস্থ হয়ে উঠে। গ্রামে শহরের সেবা নিশ্চিত করে চলেছে এলাহী ডায়াগণষ্টিক সেন্টা।  


    এখানে  নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, সার্বক্ষনিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক,  আল্ট্রাসনোগ্রাফি, শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধূনিক যন্ত্রপাতির মাধ্যমে এক্সরেসহ ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের দিয়ে নির্ভুল রিপোর্ট প্রদান, দালাল ও ধুমপানমুক্ত উন্নত পরিবেশ এবং নিয়ম-শৃঙ্খলা, রোগী ও স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ ইত্যাদির মধ্য দিয়ে এলাহী ডায়াগণষ্টিক সেন্টার  সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবায় আস্থা ও ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ফলে এথানে প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসা সেবা গ্রহণকারীদের সংখ্যা। আবার হাতের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেয়ে এই জনপদের মানুষও খুশি। এই জনপদের সাধারণ মানুষ এলাহী ডায়াগণষ্টিক সেন্টারের  উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে শামিম চৌধুরী বলেন, তারা ব্যবসা নয় মানব সেবার প্রত্যয় নিয়ে এলাহী ডায়াগণষ্টিক সেন্টারের যাত্রা শুরু করেছেন। 


    তিনি বলেন, আমরা সব সময় সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেবার চেস্টা করি যাচ্ছি আগামি দিনেও আমাদের এই চেস্টা অব্যাহত থাকবে। তানোর উপজেলা সরকারী হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, তানোরে এলাহী ডায়াগণষ্টিক সেন্টার  স্বাস্থ্য সেবায় বড় ভূমিকা রাখছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728