Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় অভিমানে এক শিক্ষার্থীর আত্মহত্যা!-rajshahirdorpon24

    ফাইল ফটো


    স্টাফ রিপোর্টার,বাঘা:

    বাঘায় ফরহাদ হোসেন (১০) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ফরহাদ হোসেন আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও উপজেলার চকরপাড়া গ্রামের জালাল হোসনের ছেলে। মঙ্গলবার (৮ জুন)  নিজ বাড়ির শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আতন্হত্যা করে ।  


    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়িতে এসে মায়ের কাছে ভাত খেতে চায়। ভাত বাড়া আছে বলে তার মা নাসরিন বেগম বাড়ির বাইরে গ্রামের এক প্রতিবেশির সাথে কথা বলছিল। বাড়িতে মায়ের আসা দেরি দেখে শয়ন ঘরের তীরের সাথে অভিমান করে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর তার মা ঘরে গিয়ে তীরের সাথে ঝুলতে দেখেন।  মায়ের চিৎকারের প্রতিবেশিরা  তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফরহাদ হোসেন । 


    বাঘা থানার এসআই তৈয়বুব রহমান বলেন,মৃতের সুরতহাল রিপোট তৈরী  করে ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728