Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে কর্মসৃজন কর্মসুচি অসাহায়দের মুখে হাঁসি ফুটিয়েছে||rajshahirdorpon24

    তানোরে কর্মসৃজন কর্মসুচি অসাহায়দের মুখে হাঁসি ফুটিয়েছে


    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে প্রায় সহস্রাধিক নিম্ন আয়ের কর্মহীন মানুষের মুখে হাঁসি ফুটিয়েছে কর্মসৃজন কর্মসূচি বা ইজিপিপি প্রকল্প। করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারানো কর্মহীন এসব নিম্ন আয়ের মানুষেরা এই সংকটকালে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় কাজ করে জীবীকা নির্বাহ করছে। সচল হয়েছে গ্রামীণ জনপদের রাস্তঘাট রক্ষণাবেক্ষণসহ ছোটোখাটো উন্নয়ন কর্মকান্ড।


    জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের তানোরে ইজিপিপি ২য় পর্যায়ের প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তঘাট রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, কবরস্থান ও মসজিদ মাদ্রাসার আঙ্গিনা ভরাটকাজ হচ্ছে।জলাবদ্ধতা দূরীকরণে চলছে নালা-নর্দমা সংস্কার। উপজেলার সাত ইউনিয়নে নেয়া ৩২টি প্রকল্পে ব্যয় হচ্ছে ৮৮ লাখ ৬৪ হাজার টাকা। এসব প্রকল্পের আওতায় ১ হাজার ১০৮ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা করে মজুরি পাচ্ছেন।


    সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সাংসদের নির্দেশনায় তার প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম প্রতিটি প্রকল্পে সরেজমিন গিয়ে শতভাগ কাজ আদায় করছেন। ফলে এর সুফল পাচ্ছে গ্রামীণ লোকজন। আর দুর্যোগকালীন কাজ পেয়ে সংসারের চাকা সচল রেখেছেন নিম্ন আয়ের কর্মহীন এসব মানুষ। গত কয়েক দিনে উপজেলার সাত ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্প সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে কর্মযজ্ঞ। প্রত্যেকটি প্রকল্পে শ্রমিকরা কাজ করছেন স্বাস্থ্যবিধি মেনে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজের তদারকি করছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতর জানায়, প্রত্যেকটি প্রকল্পে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। তিনি সার্বক্ষনিকভাবে এসব কাজের তদারকি করছেন। এদিকে সংশ্লিস্ট শ্রমিকদের ব্যাংক হিসাব নম্বরে সরাসরি টাকা দেয়ায় এসব প্রকল্পে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নাই।


     পাঁচন্দর ইউপির সদস্য রিয়াজ উদ্দিন ও লফর উদ্দিন বলেন, এবার যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করানো হচ্ছে তাতে অনিয়ম-দুর্নীতি করার কোনো সুযোগ নাই। খোঁজ নিয়ে জানা গেছে, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সোহেল রানা দায়িত্ব পালন করছেন উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের ট্যাগ অফিসার হিসেবে। এছাড়া সরনজাই ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ গোলাম হোসেন কাঁমারগা ইউনিয়নে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম পাঁচন্দর ইউনিয়নে, উপজেলা সমবায় কর্মকর্তা আখতার হোসেন বাঁধাইড় ইউনিয়নে, বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ তানোর জোনের প্রকৌশলী মাহাফুজ কলমা ইউনিয়নে, এবং উপজেলা সহকারী প্রোগ্রামার জাকারিয়া হোসেন তালন্দ ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিটি প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে কাজের খোঁজ খবর নিচ্ছেন। প্রকল্পের সভাপতি-সম্পাদকদের সাথে কথা বলছেন। প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কাজ তদারকি করছেন ইউএনও। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম সবার সঙ্গে সমন্বয় করে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শতভাগ কাজ আদায়ে।


    উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের একটি প্রকল্পের সভাপতি ফেরদৌসি বেগম। তিনি জানিয়েছেন, অতি-দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় এলাকায় কিছু মানুষের কাজের সুযোগ হয়েছে। করোনার এই সংকট কালে এই কাজ লোকজনের বিশেষ কাজে দিয়েছে। ইজিপিপি ২য় পর্যায়ের প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করছেন তহমিনা বেগম, নুরজাহান বেওয়া, আখলিমা বেগম, রিনা বিবি। করোনা মহামারির ভেতরে কাজ পেয়ে তারাও খুশি। তারা জানিয়েছেন, করোনার কারণে তেমন কাজকাম নেই এলাকায়। অনেকেই কৃষি শ্রমিক হিসেবে কাজ করলেও এখন বেকার।


    কিন্তু তারা ঠিকই কাজ করছেন। কাজ শেষে নায্য মজুরি পাচ্ছেন। কঠিন সময়ে তারা পরিবার-পরিজন নিয়ে টিকে রয়েছেন। কাজের গুনগত মানে সন্তুষ্ট উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবর রহমান ও কলমা ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন।


    তারা জানিয়েছেন, কাজ ভালো হচ্ছে। তারা শতভাগ কাজ আদায় করে নিচ্ছেন। এই প্রকল্পে এলাকার উন্নয়নকাজ গতিশীল রয়েছে। তাছাড়া অতিদরিদ্র ও বেকারদের কাজের সুযোগ হওয়ায় দারিদ্র কমাতেও ভূমিকা রেখেছে এসব প্রকল্প। 


    এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, গ্রাম-বাংলার দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন করতে পারলে আমাদের ধনী দরিদ্রের ব্যবধান কমে আসবে।তাই দায়িত্ব গ্রহণের পর থেকেই তানোরের দারিদ্র্য বিমোচনের সরকারের প্রতিটি কর্মসূচীগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছি। যা আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728