বাঘায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ||rajshahirdorpon24
বাঘায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ জুন) স্কুল ছাত্রীর পিতা জিন্নাত আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় নিজ গ্রাম মশিদপুর রাস্তার পুকুুর পাড়ে পৌঁছলে, একই গ্রামের ( মশিদপুর খাঁপাড়া) হাফিজুল ইসলামের ছেলে আশিক আহম্মেদ (২৫) তার ৫/৬ জন বন্ধুর সহযোগিতায় পথরোধ করে মাইক্রোতে তুলে নিয়ে যায়। ছাত্রীর পিতা জানান, অপহরণকারীরা প্রভাবশালী হওয়ায় আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছি। আতœগোপনে থাকায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ছাত্রীকে উদ্ধার সহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
No comments