গোদাগাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু||rajshahirdorpon24
![]() |
ফাইল ফটো |
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারী (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (০৪ জুন) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার কদমশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ভোররাতে মালবাহী একটি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসছিল। এর নিচে কাটা পড়ে ওই নারী নিহত হন। সকালে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই নারীর পরিচয় জানতে এলাকায় খোঁজ নেয়া হচ্ছে। আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।
No comments