চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে দুই মামলায় তিন আসামি গ্রেপ্তার!||rajshahirdorpon24
চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে দুই মামলায় তিন আসামি গ্রেপ্তার! |
নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এবং রাজশাহী পুলিশ সুপার এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ মাদক মামলায় একজন ও নিয়মিত মামলায় দুইজন সহ মোট তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মডেল থানায় মাদক মামলার আসামি মীরগঞ্জ গ্রামের মৃত শিকাশ উদ্দিনের ছেলে রুবেল আহম্মেদ (২৫) ও নিয়মিত মামলায় জাগির পাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে পেনজিং হোসেন মুক্তি এবং একই গ্রামের মৃত শামসুল ওরফে শামস এর ছেলে সালাউদ্দিন।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশেষ অভিযান চালিয়ে উপরোক্তা আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ শুক্রবার (১৮ জুন) জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
No comments