Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় লকডাউনে কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি বাহিনী||rajshahirdorpon24

     

    বাঘায় লকডাউনে কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি বাহিনী

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    রাজশাহীর বাঘাতে  লকডাউনে ৩য় দিনে কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি বাহিনী। আজ(৩-৭-২০২১) শনিবার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে দেখা যায়। কঠোর ভাবে লকডাউন ব্যাস্তবায়নে উপজেলা প্রশাসকের সাথে নিরালস ভাবে  কাজ করছে  বাংলাদেশ  আনসার সদস্যরা এবং ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে।



    আইন-শৃঙ্খলা আনসার ও ভিডিপি  জনসমাগম, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুশরন পূর্বক চলাচলে  আনসার ও ভিডিপি কঠোর ভাবে কাজ করে যাচ্ছে । লকডাউন অমান্য করে জনসাধারণ ইচ্ছামত চলাচল করছে। উক্ত লকডাউন কার্যকরের জন্য জেলা কমান্ড্যান্ট, মুহাম্মদ মেহেদী হাসান,মহোদয়ের নির্দেশক্রমে রাজশাহী   বাঘা উপজেলার বিভিন্ন জায়গায়  অভিযান চালায় আনসার ও ভিডিপি অফিসার মিলন কুমার দাস। বিভিন্ন পয়েন্টে আনসার ভিডিপি সদস্যদের কে মোতায়েন করা হয়। জনসাধারণকে নিরাপদে রাখতেই বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  


    আনসার সদস্যদের সঙ্গে নিয়ে  বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা যায়। আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস বলেন, করোনার এই ভয়ানক থাবা থেকে বাছতে আমাদের সকলকেই সচেতন হতে হবে। একমাত্র জনসচেতনতাই পারবে এই মহামারি থেকে আমাদের রক্ষা করতে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728