Header Ads

  • সর্বশেষ খবর

    সরকার ঘোষিত লক ডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ডামুড্যায় অভিযান!-রাজশাহীর দর্পণ২৪

     

    ফাইল ফটো

     জাকির হোসেন, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ-

    করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে শরীয়তপুরের ডামুড্যায় কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


    জীবন জীবিকার তাগিদে যারা ঘর থেকে বেরিয়ে আসছেন তারা যেনো প্রয়োজনীয় মাস্ক পরিধান করেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেন। সে বিষয় গুলো নিশ্চিত করতে ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদ জনসচেতনতা ও বিধিনিষেধ গুলো কার্যকর  করেত আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে প্রতিদিনের মত আজও তৎপর। 


    আজ রবিবার (২৫ জুলাই) সাকাল ৯ টায় শরীয়তপুর জেলার সহকারী জেলা প্রশাসক  ও স্থানীয় সরকার বিভাগ পরিচালক আবেদা আফসারী,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আছাদুলার নেতৃত্বে ডামুড্যার প্রধান সড়ক তিনখাম্বা থেকে শুরু করে কনেশ্বরবাজর ও ডামুড্যা বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জনসচেতনতা সৃষ্টি করেন। এ সময় কিছু ঔষধের দোকান নিরাপদ দূরত্ব বজায় না রেখে সার্ভিস করায় ও মাস্ক পরিধান না করায় অনেকেই গুনতে হয়েছে জরিমানা। 


    এ সময় জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া উপজেলায়  অন্যান্য যান ও যাত্রী পরিবহন  বন্ধ থাকে।এছাড়া প্রধান সড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে। বিনা প্রয়োজনে নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ৬২০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছাদুল হক। ডামুড্যা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। 


    এ সময় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ  জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করার লক্ষ্যে আজ বুধবার সকাল ৭ টা থেকেই মাঠে ছিল পুলিশ এবং পরে সহকারী জেলা প্রশাসক আবেদা আফসারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছাদুল হক স্যার অভিযান পরিচালনা করেন।


    তিনি আরও বলেন, ডামুড্যায় শুধু জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স চলাচল করছে । কোনও যাত্রী বা অন্য কোনও গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। সর্বাত্মক বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ কাজ করে যাচ্ছে। উপজেলার প্রতিটি মোড়ে পুলিশি টহল চলছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728