বাঘায় পদ্মার চরে ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামী গাজিপুর থেকে গ্রেফতার!||রাজশাহীর দর্পণ২৪
বাঘায় পদ্মার চরে ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামী গাজিপুর থেকে গ্রেফতার! |
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহী বাঘার পদ্মার চরে ইব্রাহীমকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী আব্দুর রশিদকে গাজিপুরের জয়দেবপুর হোতাপাড়ার বেগমগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাতে হোতাপাড়া পুলিশ ক্যাম্পের সহযোগিতায় তাকে গ্রেফতার করে বাঘা থানার পুলিশ। রোববার (১৮ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ পদ্মার চৌমাদিয়া চরে প্রকাশ্যে গুলি করে ইব্রাহীম হোসেনকে হত্যা করা হয়। এই ঘটনায় ২৫ মার্চ ইব্রাহীম হোসেনের ভাই সোলেমান হোসেন দেওয়ান বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার পর থেকে প্রধান আসামী ঘটনার পর থেকে পলাতক ছিল আব্দুর রশিদ। স্থানীয় সুত্রে জানা যায়, চর এলকায় অবৈধ ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দিদার ব্যাপারীর সাথে, আবদুর রশিদ ও জিয়ার সাথে দ্বন্দ্ব চলছিল। এসব নিয়ে কথা বলায় দিদার ব্যাপারীর পক্ষের ইব্রাহীমকে গুলি কওে হত্যা করে রশিদ ও জিয়ার লেকজন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইব্রাহিম হত্যা মামলার প্রধান আসামী আব্দুর রশিদকে গাজিপুরের জয়দেবপুর হোতাপাড়ার বেগমগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
No comments