Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘার পদ্মায় নৌকা ডুবে মোটরসাইকেল হারালেন!-rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    স্টাফ রিপোর্টার ,বাঘা:

    রাজশাহীর বাঘায় পদ্মায় নৌকা ডুবে রাজিব  নামের এক যুবকের মোটর সাইকেল হারিয়েছেন। শনিবার সন্ধ্যার আগে উপজেলার কালিদাসখালী এলাকার চেয়ারম্যান আজিজুল আযমের বাড়ির পূর্বদিকে  নদীতে এ ঘটনা ঘটেছে।


    রাজিব আহম্মেদ চকরাজাপুর চরের আবদুল কুদ্দসের ছেলে। তিনি ইলেক্ট্রনিক সামগ্রী বিক্রেতা বলে জানা গেছে। 


    জানা যায়, শনিবার সন্ধ্যার আগে চকরাজাপুর ইউনিয়নের  থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় রাজিবসহ ১০০ সিসির  হিরো মোটরসাইকেল ১০ জন যাত্রী নিয়ে বাঘা সদরের সড়কঘাটে আসার জন্য রওনা হয়। পদ্মা নদীর মাঝামাঝি স্থানে পৌঁছলে প্রবল স্রোতে নৌকা ডুবে যায়।  যাত্রীরা সাঁতরে নদীর কিনারের পৌঁছলেও মোটরসাইকেল তলিয়ে যায়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। 


     চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম বলেন, মোটরসাইকেল ডুবে যাওয়ার বিষয়ে শুনেছি। তারা মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728