Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে ২ হাজার ১৯১টি পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা||rajshahirdorpon24

     

    তানোরে ২ হাজার ১৯১টি পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা


    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহী তানোরের ৭টি ইউনিয়নের (ইউপি) ২ হাজার ১৯১টি কর্মহীন দরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান। জানা গেছে, ৫ জুলাই সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এসব খাদ্যসামগ্রী স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যানগণ ইউপি ভবন চত্ত্বরে


    শারীরিক দূরুত্ব বজায় রেখে উপকারভোগীদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এদিন দিনের শুরুতে বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান কর্মসুচি উদ্বোধন করেন। এছাড়াও পাঁচন্দর ইউপিতে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপিতে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম কর্মসুচি উদ্বোধন করেন। এদিকে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ ইউনিয়ন পরিষদে খাদ্য সহায়তা বিতরণ কর্মসুচি পরিদর্শন করেছেন।


    সুত্র জানায়, ১ জুলাই বৃহস্প্রতিবার থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ বা কঠোর ‌‌‌‘লকডাউন’। সপ্তাহব্যাপী এই কঠোর বিধিনিষেধ চলাকালে অকারণে বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। এ সময় বন্ধ হয়ে থাকবে কর্মহীন গরীব, অসহায়, দিনমজুর, রিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষের আয়। এমন পরিস্থিতিতে কেউ যাতে খাদ্য সংকটে না থাকেন সেজন্য কর্মহীন গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমজুর ২ হাজার ১৯১টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 


    এদিকে বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728