আশুলিয়ায় পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার!-rajshahirdorpon24
আশুলিয়ায় পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় এক বাড়ির কক্ষ থেকে ইউসুফ আলী (৩০) নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে আশুলিয়ার গোরাট এলাকার ইব্রাহিম খানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি গোরাট এলাকার ওই বাড়িতে ভাড়া থাকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, স্থানীয়রা থানায় খবর দিলে তিনি এসে বন্ধ কক্ষের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করেন মরদেহটি অর্ধগলিত, দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারনা করছেন তিনি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
No comments