Header Ads

  • সর্বশেষ খবর

    জন্মদিন পালন করলেন জেলা বিএনপির ছাত্রদলের সহ-সভাপতি আল- আমিন||rajshahirdorpon24

    জন্মদিন পালন করলেন জেলা বিএনপির ছাত্রদলের সহ-সভাপতি  আল- আমিন


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন আল আমিন

    বন্ধুদেরকে  নিয়ে জন্মদিনের কেক কেটেছেন বিএনপি নেতা আল আমিন। আল আমিন সহ-সভাপতি, রাজশাহী জেলা ছাত্রদল। যুগ্ন আহবায়ক, বাঘা উপজেলা যুবদল। সাবেক সভাপতি, বাঘা শাহ্দৌলা সরকারি কলেজ ছাত্রদল। 


    বিএনপির  আল আমিন এর  জন্মদিন গতকাল পালন করা হয়। এ উপলক্ষে গতকাল রবিবার (২৫ সে জুলাই ) গত রাত ৯টার পরপরই বাঘা পিওর ল্যাব  অবস্থিত নিজ ল্যাবে বন্ধুদেরকে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় পিওর ল্যাব এর ব্যবস্থাপনা পরিচালক সুজন আলী উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে জেলা-উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী বিশেষ করে তরুণ নেতাকর্মী ও ভক্তরা তাদের এই নেতাকে শুভেচ্ছা জানান। 


    সেই সঙ্গে তার আগামীর পথচলা যেন আরো সাফল্যমন্ডিত হয় সেই দোয়া করেন সবাই। আল আমিন ১৯৯০ সালের এই দিনে সম্ভ্রান্ত জমাদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা-আব্দুর রহমান  ঈসা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এবং মাতা সানোয়ারা বেগমের কোলজুড়ে আসেন এই পৃথিবীতে। আল আমিন বাঘায় ফিরে মনস্থির করেন এবং জনগণের সেবায় আত্মনিয়োগের। অতি অল্প সময়েই এখন তিনি পুরোদস্তের একজন রাজনীতিবিদ। 


    করোনা মহামারিতে একজন প্রথম সারির যোদ্ধা বিএনপির এই তরুণ নেতা। একইভাবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728