Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘা উপজেলা রুস্তমপুর, রাস্তায় পড়ে আছে অসুস্থ বৃদ্ধা||rajshahirdorpon24

    বাঘা উপজেলা রুস্তমপুর, রাস্তায় পড়ে আছে অসুস্থ বৃদ্ধা


    স্টাফ রিপোর্টার, বাঘা:

    বাঘা উপজেলা রুস্তমপুর বাজারের পাশে প্রায় ৭-৮ দিন ধরে পড়ে আছে নাম না জানা এক অসুস্থ বৃদ্ধা মহিলা বয়স প্রায় ৭০-৮০ বছর হবে।কারও সাহায্য পাচ্ছে না এই মহিলা। 


    নাম ঠিকানা জানার চেষ্টা করলে কিছুই বলতে পারছেনা এই অসুস্থ বৃদ্ধা মহিলাটি।


    বৃদ্ধা মহিলাটির বিষয়ে জানার চেষ্টা করলে রুস্তমপুর বাজারের মরগি ব্যবসায়ী মোঃ হাফিজ আলী বলেন,এই অসুস্থ বৃদ্ধা মহিলা প্রায় ৭-৮ দিন ধরে পড়ে আছে আমার দোকানে সামনে আমি ওকে প্রতিদিন খাবার দেই কিন্তু এই বৃদ্ধা মহিলাটি অনেক অসুস্থ ।


    তিনি আরো বলেন, আমরা তার সাথে কথা বলে বুঝাতে পেরেছি সম্ভবত বৃদ্ধা মহিলাটি মানসিক প্রতিবন্ধী কথা বলে কিন্তু এখান থেকে কোথাও যায়না। কোথায় বাড়ি কোথায় ঘর সেটাও বলতে পারেনা।


    এই বৃদ্ধা মহিলার দুরবস্থা দেখে উদ্ধতন কর্মকর্তা ও সমাজ সেবা করার মতো কেও অসুস্থ বৃদ্ধা মহিলাটি পাশে দেখা যায়নি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728