ধামরাইয়ে নিখোঁজের ১০ দিন পর যুবকের মরদেহ উদ্ধার!||rajshahirdorpon24
ধামরাইয়ে নিখোঁজের ১০ দিন পর যুবকের মরদেহ উদ্ধার! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১০ দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার (৪ জুলাই) উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুন্নু কারখানা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে মাটির ট্রাকের চালক ছিলো।
পুলিশ জানায়, গত ২৫ জুন থেকে আরিফ নিখোঁজ ছিলো। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মুন্নু কারখানার পাশে একটি খালে ভাসমান মরদেহের খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার শরীরে একাধিক জখমের চিহ্ন দেখা যায়। নিহত আরিফ প্রতিবেশী বন্ধু মানিকের সাথে গিয়ে নিখোঁজ হয়, সেই বন্ধু এখন মাদক নিরাময় কেন্দ্র রিহ্যাব সেন্টারে ভর্তি রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে আজ।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আরিফ তার এক বন্ধুর সাথে গিয়ে নিখোঁজ হয়। এছাড়া আরিফ ও তার বন্ধু মাদক সেবনের সাথে জড়িত ছিলো। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।
অপরদিকে সাভারের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরীর মুক্তি ট্যানারি কারখানার ভিতর থেকে জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় মাহবুবুর রহমান নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে আশুলিয়ার ভাদাইলে বৃদ্ধ জয়নাল আবেদীনকে (৬০) শ্বাসরোধ করে হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি মোঃ রুবেলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
রাজধানীর হাজারীবাগ থানার বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গেল দুই জুলাই ওই যুবক মাদক ব্যবসার জের ধরে বৃদ্ধকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
No comments