সাভার ও আশুলিয়া পৃথক ঘটনায় পাঁচ জনের মৃত্যু!||rajshahirdorpon24
সাভার ও আশুলিয়া পৃথক ঘটনায় পাঁচ জনের মৃত্যু! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে তাদের লাশ উদ্ধার করে সংশ্রিষ্ট থানা পুলিশ।
পুলিশ বলছে, সকালে সাভারের ট্যানারিতে একটি কারখানায় জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় এক শ্রমিকের লাশ দেখতে পায় অন্য শ্রমিকরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। অপরদিকে হেমায়েতপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে আশুলিয়ার দিয়াখালী থেকে এক নারী, বিশমাইল থেকে এক যুবক ও ভাদাইল থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ গুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত পাঁচ জনের মধ্যে দুই জন আত্মহত্যা, দুই সড়ক দুর্ঘটনায় মারা গেছে ও বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক যুবক।
No comments