সাভারের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস, এলাকাবাসী আতঙ্কে!||rajshahirdorpon24
![]() |
সাভারের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস, এলাকাবাসী আতঙ্কে! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারে গ্যাস লাইনের পাইপ ফেটে শনিবার (৩ জুলাই) থেকে গ্যাস বের হচ্ছে। এতে করে গ্যাস যেমন অপচয় হচ্ছে তেমনি বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ও আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ঢাকা আরিচা মহাসড়কের সাভারের মজিদপুর এলাকায় রাস্তায় পাশে মাটি ঘোড়াখুড়ির কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু ভুল বসত ওই স্থানে মাটি খোড়ার সময় একটি গ্যাসের লাইন ফেটে যায়। এরপর থেকে ফেটে যাওয়া পাইপ দিয়ে নির্গতভাবে গ্যাস বের হচ্ছে। আর এতে করে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের চাপ কমে গেছে। ফেটে যাওয়া পাইপটি মেরামত করতে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দেখা যায়নি। এমনকি মুঠোফোনে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
No comments