Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারের আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকায় ঋণের কিস্তি দিতে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা!||rajshahirdorpon24

    সাভারের আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকায় ঋণের কিস্তি দিতে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা!


    মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:

    সাভারের আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকায় ঋণের কিস্তি দিতে না পেরে আত্মহত্যা করেছে হারুন মিয়া (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী। বুধবার (৭ জুলাই) দুপুরে ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।


    নিহতের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রাধাকান্তপুর। স্ত্রী সন্তান নিয়ে ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌস এর বাড়িতে ভাড়া থাকতো সে।


    নিহতের পরিবারের সদস্যরা জানায়, হারুন মিয়া সংসারের অভাব অনটন ঘোচাতে কয়েক মাস আগে ওই এলাকার কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ নিয়ে খাবার হোটেলের ব্যবসা শুরু করেন।


    কিস্তির টাকা সময় মতো দিতে না পারায় নিহত হারুন মিয়াকে সবার সামনে অপমান অপদস্ত করেন ঋণ দাতারা। অপহমান সহ্য করতে না পেরে মঙ্গলবার (৬ জুলাই) ভোর রাতে আত্মহত্যা করে সে।


    লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনার পর থেকে ওই এলাকার সুদে ঋণ দেয়া ব্যক্তিরা গা ঢাকা দিয়েছে। এলাকাবাসী ওই ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।


    এ বিষয়ে আশুলিয়া থানার এস আই ইউনুস বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728