Header Ads

  • সর্বশেষ খবর

    ঢাকা জেলার ধামরাইয়ে ফের বন্ধ রথমেলা!||rajshahirdorpon24

     

    ঢাকা জেলার ধামরাইয়ে ফের বন্ধ রথমেলা!

    মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:

    দেশে চলমান করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এ বছরো ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা উৎসব মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রথটান ও রথমেলা না হলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে রথযাত্রা উৎযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল।


    তিনি জানান, আগামী ১২ জুলাই সোমবার রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা থাকলেও সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের মতো এ বছরো রথযাত্রা উৎসব বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা জেলা পুলিশ, ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।


    উল্লেখ্য, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী রথ পুড়িয়ে দিলে প্রথম বারের মতো ১৯৭১ সালে রথযাত্রা উৎসব আয়োজন হয়নি। পরে গেলো বছর করোনার কারনে দ্বিতীয় বারের মতো আয়োজন বন্ধ ছিল। আর এবছর এ রথযাত্রা উৎসব আয়োজন তৃতীয়বারের মতো বন্ধ থাকছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728