সাভারের জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র্যাব!||rajshahirdorpon24
সাভারের জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র্যাব! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। তিনি জানান, রাতে উপজেলার আমবাগান মধ্যগাজীরচট বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝালকাঠির মো: জসিম (৩৫) ও মো: আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকার জালনোট, ২টি সিল, ২টি স্ট্যাম্প প্যাড, ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ও নগদ ৯৪৮০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে তারা জালনোট তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এ সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
No comments