পাম্পের গ্যাস যাচ্ছে কারখানায়!||rajshahirdorpon24
পাম্পের গ্যাস যাচ্ছে কারখানায়! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে শতাধিক কারখানার জন্য ক্যাভার্ড ভ্যান করে সিলিন্ডারে করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এভাবে ঝুঁকি নিয়ে গ্যাস সরবরাহ করা সরকারিভাবে নিষেধ থাকলেও তা মানছে না সিএনজি ফিলিং স্টেশন মালিকরা।
তারা অতিরিক্ত লাভের আশায় ঝুঁকি নিয়ে ক্যাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ করছেন প্রতিদিন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে ধামরাইর বাড়বাড়িয়া পর্যন্ত মহাসড়কের দু’পাশে রয়েছে কয়েক’শ সিএনজি ফিলিং স্টেশন। গ্যাস বিক্রির কিছু লাভের টাকার আশায় সিএনজি ফিলিং স্টেশনের কিছু কর্মকর্তা বিভিন্ন কারখানার বড় বড় ক্যাভার্ড ভ্যান ও ছোট ছোট ভ্যানে রাখা সিলিন্ডারে অবৈধ গ্যাস দিচ্ছে ঝুঁকিপূর্ণভাবে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয়রা। এছাড়া বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সিএনজি ফিলিং স্টেশন গুলোতেও এভাবে গ্যাস দেয়া হচ্ছে।
বিষয়টি সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে তিতাস গ্যাস কোম্পানির মানিকগঞ্জ জোনের ম্যানেজার আব্দুল হাদি জানান, এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বার বার নোটিশ দেয়া হচ্ছে। কিন্ত কোনো কথাই আমলে নিচ্ছে না সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা। খুব শিগগিরই এসব সিএনজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
No comments