হোটেলে কাজের আড়ালে নারীর মাদকের ব্যবসা,হিরোইনসহ গ্রেপ্তার!||rajshahirdorpon24
হোটেলে কাজের আড়ালে নারীর মাদকের ব্যবসা,হিরোইনসহ গ্রেপ্তার |
স্টাফ রিপোর্টার, বাঘা:
গৃহিনী শাহানাজ বেগম (৪০)। সবাই তাকে জানেন রেস্টুরেন্ট ব্যবসায়ী গোলাম হোসেনের স্ত্রী হিসেবে। তবে এলাকার অনেক মানুষই জানতেন মাদক ব্যবসায়ী হিসেবে। বেশ কয়েক বছর ধরে হোটেলে বুয়ার কাজের আড়ালে মূলত করে আসছে ইয়াবা,হিরোইন ব্যবসা। এতদিন পুলিশের সন্দেহের তালিকায় থাকলেও ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে ধরা পড়েছে বাঘা থানা পুলিশের হাতে।
শনিবার(০৭-০৮-২১) সন্ধায় বাঘা পৌরসভার চক ছাতারি এলাকার বাড়ি থেকে শাহানাজকে আটক কওে পুলিশ। এ সময় ৪ হাজার টাকার মূল্যের ৩ (গ্রাম) হিরোইন জব্দ করা হয়। হিরোইনগুলো তার পরিধেয় পেটিকোটের মধ্যে ছিল। পুলিশ জানায়,তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার পর রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, স্বামীর রেস্টুরেন্টে শো মাত্র বুয়ার কাজ করতো শাহানাজ বেগম । এই কাজের ফাকে লোকচক্ষুর আড়ালে ইয়াবা ও হিরোইন ব্যবসা করতো। স্থানীয়দের ভাষ্যমতে মাদক সেবনকারিরা খদ্দের সেজে হোটেলে গিয়ে হিরোইন বা ইয়াবা কিনতো।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শাহানাজ বেগম পরিধেয় শাড়ির নিচের পেটিকোট ও ব্লাউজের ভেতরে ওই সব মাদক রেখে বাড়িসহ হোটেল এলাকা থেকে খুচরা বিক্রী করে আসছে দীর্ঘদিন ধরে। টাকা লেনদেনের সুবিধার জন্য রেস্টুরেন্টের দোকান দিয়ে শো-মাত্র কাজ করতো।
গোপনসুত্রে বিষয়টি জানার পর তার দিক নির্দেশায় এস আই মোক্কারম, এস আই বরিউল সংগীয় ফোর্স নিয়ে শাহানাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ৩ গ্রাম হিরোইন জব্দ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার পর রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানান ওসি।
No comments