Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় পৌনে ৫ লাখ টাকাসহ তিন বিকাশ হ্যাকার গ্রেফতার!||rajshahirdorpon24

     

    বাঘায় পৌনে ৫ লাখ টাকাসহ তিন বিকাশ হ্যাকার গ্রেফতার!

    স্টাফ রিপোর্টার, বাঘা:

    বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী, ভেজাল পণ্য, ইমো-বিকাশ হ্যাকার ও ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। শুক্রবার (১৩ আগষ্ট) ভোর রাতে তিন বিকাশ হ্যাকারকে গ্রেফতার করেছে।

    গ্রেফতার তিনজনের মধ্যে দুই জনের বাড়ী বাঘা উপজেলার সীমান্তবর্তী ভানুকর গ্রামে। এরা হলো, আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪) ও আরশাদ আলীর ছেলে শান্ত হোসেন (২৩) অপর একজন মীরগঞ্জ মহদীপুর এলাকার খেলাফত আলী ছেলে সুরমান আলী (৪০)।

    র‌্যাব সূত্রে জানা গেছে, তিন হ্যাকার এর নিকট হতে নগত ৪ লাখ ৮০ হাজার টাকাসহ একাধিক মোবাইল এবং সিম কার্ড জব্দ করা হয়েছে। এদের মধ্যে একজন জনৈক প্রবাসীর মোবাইল হ্যাক করে সেখান থেকেও টাকা হাতিয়ে নিয়েছেন। এরা দীর্ঘ সময় ধরে ইমো প্রতারণা ও বিকাশ হ্যাকের সাথে সম্পৃক্ত বলেও উল্লেখ করেন রাজশাহীর আওতাধীন সি.পি.সি নাটোর-২ র‌্যাব।

    বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নাটোর র‌্যাবের পক্ষ থেকে তিনজনকে অভিযুক্ত করে বাঘা থানায় একটি মামলা হয়েছে।  আসামীদের জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728