পোল্ট্রি শিল্পে ধস, হতাশায় খামারিরা!||rajshahirdorpon24
পোল্ট্রি শিল্পে ধস, হতাশায় খামারিরা! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
করোনাভাইরাস ও সারা দেশে কঠোর লকডাউনের কারণে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি মুরগীর ব্যবসায় ধস নেমেছে। সেই সাথে বাজারে মুরগীর খাদ্যের অসনীয় দাম বেড়ে যাওয়ায় অনেকেই পোল্ট্রি মুরগীর ব্যবসা ছেড়ে দিচ্ছেন।
জানা যায়, সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক এর বেশী মুরগীর পোল্ট্রি ফার্ম রয়েছে। প্রান্তিক মুরগীর পোল্ট্রি খামারিদের প্রধান আয়ের উৎস ছিলো মুরগী ও ডিম বিক্রি করার। কিন্তু মুরগী ও ডিমের দাম বাজারে কমে যাওয়ায় তারা হতাশায় ভুগছেন। সেই সাথে কঠোর লক ডাউনে পোল্ট্রি ফার্ম থেকে মুরগী ও ডিম বিক্রি হচ্ছে পানির দামে। প্রতিটি মুরগী ১২০ টাকা কেজি দরে ও ডিমের হালি বিশ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করেছেন এসব পোল্ট্রি মুরগীর খামারিরা। এছাড়া এসব খামারে কর্মসংস্থান হয়েছিলো অনেক বেকার শ্রমিকের।
No comments